বন্যার্তদের পাশে দুর্গাপুরের ৯০ দশকের ছাত্ররা
রাজেশ গৌড়ঃ
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের ৯০ দশকের ছাত্ররা। রবিবার বিকেলে ইউএনওর কার্যালয়ে ৮৬হাজার ৭শত টাকা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর হাতে তুলে দেয়া হয়।
এ সময় ৯০ দশকের ছাত্রদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কবি লোকান্ত শাওন, মঞ্জুরুল হক মঞ্জু, ফারুক মড়ল, ইয়াহিয়া উদ্দিন, আবু সাঈদ খলিলুর রহমান, শফিকুল ইসলাম শামীম আহমেদ সুরঞ্জন পন্ডিত প্রমুখ।
৯০ দশকের ছাত্রদের পক্ষ থেকে কবি লোকান্ত বলেন, কুমিল্লা-ফেনী-নোয়াখালীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।
এই অবস্থায় আমরা দুর্গাপুরের ৯০ দশকের ছাত্ররা আজ প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ইউএনওর মাধ্যমে ৮৬হাজার ৭শত টাকা দিলাম। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দুর্গাপুরের ৯০ দশকের ছাত্ররা।