
নিজস্ব প্রতিবেদক:
সুদূর ময়মনসিংহ থেকে প্রায় পাঁচ শতাধিক বন্যায় তলীয়ে যাওয়া ভূমী হীন পরিবারের মাঝে ত্রাণ পৌছিয়েছে ময়মনসিংহের সর্ব বৃহৎ সংগঠন “মানবকল্যাণ ফোরাম”।
গতকাল সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু-বকর সিদ্দীক, সমন্বয়ক আব্দুর রহমান (তুরাগ)’র পরিচালনায় এবং সকল সদস্যদের সহযোগিতায় ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ শেষে সংগঠনের উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আহমেদ বলেন, সংঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।
তারই ধারাবাহিকতায় আজ আমরা সুনামগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর কলমাকান্দায় পাঁচ শতাধিক বন্যায় তলীয় যাওয়া ভূমী ও আহার হীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি।
“মানবকল্যাণ ফোরাম” সংগঠনটি ময়মনসিংহ সহ যে কোন স্থানে সমসাময়িক বিপর্যয়ে মানব সেবা মূলক কাজে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও করতে প্রস্তুত, ইনশাল্লাহ।
সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, আমরা মানুষের দূঃসময়ে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত। আমরা পরিস্থিতি অনুযায়ী প্রতি মুহুর্তে আমাদের সাধ্যানুসারে অসহায়দের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি।
এসময় সংগঠনের সমন্বয়ক তুরাগ বলেন, সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে আমাদের এ কাজ অব্যাহত থাকবে, মানবকল্যাণ ফোরাম এর মাধ্যমে আমরা মানুষের পাশে ছিলাম,আছি, থাকবো ইনশাআল্লাহ।
এসময় সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, সিয়ামুল ইসলাম অনিক, এমদাদুল হক কাওসার, দিদার, কায়ছার, কায়েস আহমেদ, রাকিব, সোহেল প্রমুখ।