বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা কমিটি গঠন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা শাখা’র কমিটি গঠন করা হয়েছে। এতে আগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে সভাপতি ও কুড়িকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে পূ্র্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির আহমেদ খান কামালের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ কামাল উদ্দিন খান।

কমিটির অন্যান্যরা হলেন, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বাবুল নির্বাহী সভাপতি ও কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন মিয়া, সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, শিক্ষক সমিতির উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ফজলুল হক বাবুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উপজেলা সভাপতি মোঃ খোদাদাদ শাহ্ ফকির, শিক্ষক সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়া, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলার সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ রুহুল আমিন, সাবেক সদস্য মোঃ আব্দুল কুদ্দুছ, শিক্ষক সমিতির উপজেলা সদস্য শফিকুর রহমান শফিক, ধলামূলগাঁও ইউনিয়ন সভাপতি জাহের আলী, জারিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম।