বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
শামীম তালুকদারঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২.১ মি: নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ প্রেস ক্লাব, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশনায় ও বাংলাদেশ প্রেসক্লাব এর নেত্রকোণা জেলা শাখার সভাপতি সাংবাদিক শামিম তালুকদারের উপস্থিতিতে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ সাংবাদিক অরবিন্দ ধর, ও ব্যাংক কর্মকর্তা মো. হাবিবুর রহমান,বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তরিকুল আলম জামাল, বাংলাদেশ প্রেসক্লাব আটপাড়া উপজেলা শাখার সাংবাদিক মানিক তালুকদার, সাংবাদিক সাগর প্রমুখ।
এ সময় সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্প স্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য যে,’জনস্বার্থে সাংবাদিকতা,সাংবাদিকতায় নিরাপত্তা ‘এ লক্ষ্যে গভ : রেজি: সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। গভ : রেজি: নং- ৯৮৭৩৬/১২