হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান কবি রাজলক্ষ্মী মৌসুমীর (কস্তুরী দত্ত মজুমদার) হাতে গতকাল গীতিকার হিসেবে সনদ পত্র হস্তান্তর করেছেন।
রাজলক্ষ্মী মৌসুমী কবি ও গীতিকার হিসেবে এর সবটুকুই তাঁর স্বামী উজ্জ্বল বিকাশ দত্ত প্রাক্তন সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সন্মানিত সদস্য তাঁর স্ত্রীকে অনুপ্রেরণা ও উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন।
কস্তুরী দত্ত মজুমদার (রাজলক্ষ্ণী মৌসুমী) কে জিজ্ঞসা করলে -গীতিকার হিসাবে সনদ পেয়ে কেমন লাগছে-উওরে বলেন, খুব ভালো লাগছে আমার। স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করলে যেমন লাগে তেমন মনে হচ্ছে। জন্ম আমার ধন্য হলো। আজ বাবা মা নেই, শ্বশুর শাশুড়ী নেই শূণ্যেই প্রণাম জানাই তাঁদের। খবর বাপস নিউজ।
আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন আমার স্বামী ও আমার ভাই ইকবাল তপু। তপু তো সর্ব গুণে গুণবান সার্থক মানুষ।
তিনি আরো বলেন-বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে মনোনীত হয়েছি আর যার হাত দিয়ে সনদটি পেলাম তিনি বাংলাদেশ বেতারের জন্য একনিষ্ঠ নিবেদিতপ্রাণ পুরুষ তিনি হল উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। ভাইকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
প্রবাসের সাংবাদিকদের পক্ষ থেকে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, সহ সভাপতি ও কবি এবিএম সালেহউদিদন, সহ সভাপতি ও সাংবাদিক মোঃ নাসির, সহ সভাপতি ও সাংবাদিক ওসমান গনি, যুগ্ম সম্পাদক সুহাস বডুয়া হাসু, বিশ্বজিৎ সাহা, সাংবাদিক নাসিম পারভীন পারু এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি প্রমুখ গীতিকার হিসেবে কস্তুরী দত্ত মজুমদার (রাজলক্ষ্ণী মৌসুমী)বৌদিকে অভিনন্দন জানিয়েছেন ।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]