বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত-এডভোকেট এম এ মতিন

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

এ কে এম আব্দুল্লাহ্ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সহ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক ছাত্র নেতা, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ আব্দুল মতিন বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত।

এখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালনের পাশাপাশি সমান সুযোগ সুবিধা পেয়ে আসছে। বর্তমান সরকার হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাসহ সব ধরণের সহযোগিতা করে আসছে’।

তিনি শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আটপাড়া উপজেলার শ্রীরাম পাশা, বানিয়াজান, মনসুরপুর, পাঁচগজ, বিষ্ণপুর, রামেশ্বরপুর ও মঙ্গলসিদ্ধ পূঁজামন্ডপ পরিদর্শন কালে পূঁজা কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন পূঁজা মন্ডপে তার ব্যাক্তিগত তহবিল থেকে সাধ্যমত সহযোগিতা করেন।