বাউসা উচ্চ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অর্থ বিতরণ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়ায় বাউসা উচ্চ বিদ্যালয়ে PBGSI কর্তৃক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৭৫০০০ টাকা বিতরণ করা হয়েছে ।

বুধবার সকালে বাউসা উচ্চ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত
১৫ শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে
অর্থ প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাকিল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মো: আতিকুর রহমান খান, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম খান, সুখারী ইউনিয়নের চেয়ারম্যান মো৷ শাহজাহানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্যসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।