বাড়িতে মায়ের লাশ : এইচএস সি পরীক্ষা দিতে গেলো ছেলে

প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মায়ের লাশ ঘরে রেখে ছেলে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিতে গেল (জীবনে এমন নির্মম পরীক্ষা যেন আর কোন ছাত্রের কপালে না হয়)। রবিবার (২৭ শে আগস্ট) ভোর ৪ টায় কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি মোড়ের সিলভেস্টার ঘাগ্রার পত্নী হেলিমা ঘাগ্রা (৫০) স্টোকে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত হেলিমা ঘাগ্রার মেঝো ছেলে কুইন্টার ঘাগ্রা দূর্গাপুর আলহাজ্ব মফিজ উদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মায়ের এমন নির্মম মৃত্যুর মরদেহ ঘরে রেখে কি করে পরীক্ষা দিবে! এমতাবস্থায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা তার মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে কুইন্টার ঘাগ্রাকে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিতে নিয়ে যায়।

মৃত হেলিমা ঘাগ্রার স্বামী সিলভেস্টার জানান, আমার ছেলে কুইন্টার তার মৃত মা’কে এই কপিনে রেখে পরীক্ষা দিতে গেল দূর্গাপুরে। এখনো আসতেছে না, তার জন্য অপেক্ষা করতেছি,সে আসলে সমাধি হবে।