বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে নেত্রকোণাবাসীর জন্য কাজ করতে চান মারুফ হাসান খান অভ্র
মোঃ নাজমুল ইসলামঃ
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর পরই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারিতে হতে পারে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। আর এই নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণা সদর উপজেলার প্রার্থী হিসেবে ভোটের মাঠে কাজ করছে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র,জনগণের কাছ থেকেও পাচ্ছেন ব্যাপক সাড়া।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মারুফ হাসান খান অভ্র বলেন আমার বাবা মরহুম অধ্যাপক তফসির উদ্দিন খান দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন এবং দায়িত্ব পালনরত অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
নেত্রকোণা সদর উপজেলা নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পর্ণকরে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশীদার হতে চাই এবং নেত্রকোণা সদর উপজেলাবাসীর জীবন-মান উন্নয়নে সার্বিকভাবে কাজ করতে চাই।
মারুফ হাসান খান অভ্র দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম অধ্যাপক তফসির উদ্দিন খানের একমাত্র পুত্র।
যিনি ছাত্র রাজনীতি থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত, ছিলেন নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র লীগের আহবায়ক ও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বর্তমানে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাক্তিগত যোগ্যতা ও পারিবারিক ঐতিহ্য সব মিলিয়ে ভাল মানুষ হিসেবে পরিচিত মারুফ হাসান খান অভ্রর উপর ভরসা রাখতে চান নেত্রকোণার সদর উপজেলার সাধারণ ভোটারগণ।