বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মেয়ের
ঘটনার জানাজানি হলে গত বুধবার থেকে গা ঢাকা দেন মামলার আসামী সবুজ মিয়া
নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার কেন্দুুয়ায় বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে তার ঔরসজাত কন্যা সন্তান।
এঘটনাটি উপজেলার রোয়াইলবাড়ি ইউপির আমতলা গ্রামে ঘটে।
এঘটনায় মেয়েটির মামা এজহারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কেন্দুুয়া থানায় মামলা রুজূ করেছেন।
ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)-খ ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার জানাজানি হলে গত বুধবার থেকে গা ঢাকা দেন মামলার আসামী সবুজ মিয়া(৪০)।
কেন্দুুয়া থানার আলী হোসেন পিপিএম বলেন, মেয়েটির জবানবন্দীর ভিত্তিতে মামলাটি রুজু হয়েছে। আসামীকে ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।