বারহাট্টায় অর্থনেতিক শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

লতিবুর রহমান খানঃ
“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারি উপলক্ষে উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে উপজেলা কমিটির অবহিতকরণ সভা উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও পরিসংখ্যান অফিসার মুমিনুন্নেছা শিউলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, সমাজসেবা অফিসার এ.এস.এম গোলাম হুসাইন, শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, বারহাট্টা থানার এস.আই মোজাম্মেল, সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তার, বারহাট্টা বণিক সমিতির সভাপতি শেখ সহিদ মড়ল, সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ বক্তব্য রাখেন।