বারহাট্টায় আগুনে পুড়ে দোকান ছাই, ১২ লক্ষ টাকার ক্ষতি, ইউএনও’র পরিদর্শন

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

লতিবুর রহমান খানঃ
দিনের ব্যস্ততা শেষে কনকনে শীতে ব্যবসায়ী যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ১টি দোকান।

সোমবার রাত ১০:২০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমঘাইল বাজারের মজনু মিয়ার মুদির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বারহাট্টা ফায়ার সার্ভিস ইনচার্জ বিপুল কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানের উপরের দিক থেকে ধোয়া ও আগুনের লেলিহানশিখা দেখতে পেয়ে আগুন লেগেছে বলে কিছু লোক ডাক চিৎকার শুরু করে।

পরে স্থানীয়রা এসে বারহাট্টা ফায়ারসার্ভিস অফিসকে খবর দেয় । পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনার আগেই মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মুদির দোকানের মালিক মজনু মিয়া জানান, আমি ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসাটি চালিয়ে আসছিলাম। আমার দোকানটি আগুনে পুড়ে যাওয়ায় বর্তমানে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি কি ভাবে ঋণ পরিশোধ করবো এ নিয়ে খুবই দুঃচিন্তায় রয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।