বারহাট্টায় আগুনে পুড়ে দোকান ছাই, ১২ লক্ষ টাকার ক্ষতি, ইউএনও’র পরিদর্শন
লতিবুর রহমান খানঃ
দিনের ব্যস্ততা শেষে কনকনে শীতে ব্যবসায়ী যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ১টি দোকান।
সোমবার রাত ১০:২০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমঘাইল বাজারের মজনু মিয়ার মুদির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বারহাট্টা ফায়ার সার্ভিস ইনচার্জ বিপুল কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানের উপরের দিক থেকে ধোয়া ও আগুনের লেলিহানশিখা দেখতে পেয়ে আগুন লেগেছে বলে কিছু লোক ডাক চিৎকার শুরু করে।
পরে স্থানীয়রা এসে বারহাট্টা ফায়ারসার্ভিস অফিসকে খবর দেয় । পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনার আগেই মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মুদির দোকানের মালিক মজনু মিয়া জানান, আমি ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসাটি চালিয়ে আসছিলাম। আমার দোকানটি আগুনে পুড়ে যাওয়ায় বর্তমানে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি কি ভাবে ঋণ পরিশোধ করবো এ নিয়ে খুবই দুঃচিন্তায় রয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।