বারহাট্টায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, উদ্বোধনী ঘোষনা, মানববন্ধন ও আলোচনা।

শনিবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

অন্যদের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ইসলাম মীম প্রমুখ।