বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪

লতিবুর রহমান খানঃ
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার (অতিঃ দাঃ) জান্নাতুল ইসলাম মীম, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বারহাট্টায় ৮ মার্চ আন্তার্জাতিক নারী দিবসে বৈষম্য- দারিদ্র্যের অবসান ও মানবাধিকার সুরক্ষাসহ উন্নয়নের গতি বৃদ্ধিতে নারীর জন্য পর্যাপ্ত বিনিয়োগ বৃদ্ধির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে বারহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।