বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

লতিবুর রহমান খানঃ
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও কমিউনিটি ইনিসিয়েটিভ সোসাইটির সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে কমিউনিটি ইনিসিয়েটিভ সোসাইটির প্রকল্প কর্মকর্তা নিপম চাকমা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, ভোরের ডাকের বারহাট্টা প্রতিনিধি লতিবুর রহমান খান, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) জহির প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি তার বক্তব্যে জানান, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।