বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

লতিবুর রহমান খানঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্ব ও নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার (অতিঃ দাঃ) মোঃ আব্দুর রৌফ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহম্মেদ বাবুল, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন ঠাকুর, মাসুদ আলম ফকির, সাংবাদিক ও জাসাসের আহ্বায়ক আজিজুল হক ফারুক, নারী প্রগতি সংঘের কমিউনিটি মবিলাইজার কামরুন্নাহার, বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র রিয়াদ প্রমুখ।

এছাড়াও অন্যান্য অফিসের প্রধানগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।