বারহাট্টায় আশার ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টা বেসরকারি উন্নয়ন সংস্থা “আশা” শিক্ষা কর্মসূচির আওতায় দুই দিন ব্যাপী বারহাট্টা ব্রাঞ্চের ত্রৈমাসিক কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বারহাট্টা-১ জেলা- নেত্রকোণা (বারহাট্টা) ব্রাঞ্চের নিজ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশা বারহাট্টা- ১ ব্রাঞ্চের সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার মোঃ আবুল কাসেম, নেত্রকোণা সদর জেলা ব্রাঞ্চের আশা শিক্ষা অফিসার মোঃ আশিক উল্লাহ, বারহাট্টা- ১ ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার মোঃ কামরুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা অফিসার বিপ্লব সরকারের সার্বিক দিক নির্দেশনামূলক কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫ জন শিক্ষা সুপারভাইজার ও সেবিকার মধ্যে প্রশিক্ষণ শুরু করেন।
এ কর্মশালায় প্রাথমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করা, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেওয়া পাঠ আয়ত্ত করতে সহায়তা করা, প্রাথমিক পযায়ে শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদান করা এবং প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।