বারহাট্টায় আশ্রয়নের ঘর ফাঁকা থাকায় গৃহহীনকে হস্তাস্তর
লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দীর্ঘ দিন যাবৎ একটি আশ্রয়নের ঘর ফাঁকা থাকায় আরেক গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এ গৃহ হস্তান্তর করেন।
নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার কান্দাপাডা আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পুনরুদ্ধার করে বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামের খালেদা-দম্পতির মাঝে ঘরটি হস্তান্তর করেন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারটির মাঝে কিছু শুকনো খাবার ও একটি কম্বল দিয়ে সহযোগিতা করেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, দীর্ঘ দিন যাবৎ এই ঘরটি ফাঁকা পড়ে থাকার খবর পেয়ে আমি একটি গৃহহীন পরিবারকে এই গৃহটি হস্তান্তর করেছি।
পরবর্তীতে পূর্বের ব্যক্তির কবুলিয়ত বাতিল করে এই পরিবারের একজনের নামে কাগজ করে দেয়া হবে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।