বারহাট্টায় ইউএনও মোঃ কবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় নবযোগদানকৃত ইউএনও মোঃ কবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণের উদ্যোগে ইউএনও’র অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বাউসী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, সাহতা ইউনিয়নের মোঃ মোজাম্মেল হক, বারহাট্টা ইউনিয়নের দিপা তালুকদার, আসমা ইউনিয়নের সুধাংশু কুমার রায়, চিরাম ইউনিয়নের পবন কুমার সামন্ত, সিংধা ইউনিয়নের মোঃ জলিলুর রহমান ও রায়পুর ইউনিয়নের সুভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এছাড়াও ভোরের ডাক ও দৈনিক জননেত্র পত্রিকার প্রতিনিধি লতিবুর রহমান খান, যায় যায় দিনের প্রতিনিধি রুকুনুজ্জামান খান উপস্থিত ছিলেন।