বারহাট্টায় ইউএনও মোঃ খবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছা
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় নবযোগদানকৃত ইউএনও মোঃ খবিরুল আহসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার ফকির আশরাফ কলেজের উদ্যোগে ইউএনও’র অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হয়। ফকির আশরাফ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী আব্দুল্লাহ কলেজের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন।
নবাগত ইউএনও খবিরুল আহসান জামালপুর জেলার ইসলামপুর উপজেলা বাসিন্দা। এর আগে তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন । তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছেন।
পরে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডার হিসাব চাকুরী জীবন শুরু করেন।