বারহাট্টায় উত্তেজিত যাত্রীদের ধাওয়ায় স্টেশন মাস্টার কক্ষ ত্যাগ

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টা রেলওয়ে স্টেশনের কর্মরত স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক বারহাট্টা রেলওয়ে স্টেশনে উত্তেজিত যাত্রীদের ধাওয়ায় স্টেশন ত্যাগ করেন।

রবিবার ৯:৫০ ঘটিকার সময় বারহাট্টা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেনের টিকিট বিহীন যাত্রীদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার কথা বলেন বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক।

সন্তোষজনক টিকিট না করার কারণে টিকিট বিহীন যাত্রীদের তিনি চোর বলেন। চোর বলায় উত্তেজিত যাত্রীরা বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হককে মারতে উদ্যত হলে বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক কৌশলে তার কর্মরত বারহাট্টা স্টেশন ত্যাগ করেন।

বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মোজাম্মেল হক জানান, আমি মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেনের টিকিট বিহীন যাত্রীদের টিকিট করার কথা বললে যাত্রীরা উত্তেজিত হয়ে আমাকে মারতে উদ্যত হলে আমি কৌশলে আমার কর্মরত বারহাট্টা রেলওয়ে স্টেশন ত্যাগ করি।