বারহাট্টায় উপজেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ উপলক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

অন্যদের মধ্যে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা সরকারি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম রেজভী, আনিছুল আলম শামীম, শিক্ষক লিংকন বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, সাধারণ সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।