বারহাট্টায় এসএসসি পরীক্ষায় ইউএনও মোঃ খবিরুল আহসানের কেন্দ্র পরিদর্শন
লতিবুর রহমান খানঃ
সারা দেশের ন্যায় বারহাট্টায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। পরীক্ষার প্রথন দিন উপজেলার ৪টি কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
বৃহস্পতিবার বারহাট্টা সি.কে.পি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্র, বাউসী অর্দ্ধচন্দ্র কেন্দ্র ও এ.কে. খান দাখিল মাদরাসা কেন্দ্র তিনি পরিদর্শন করেন।
বারহাট্টা সি.কে.পি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুস্থিত রয়েছে ১০ জন। বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯৮ পরীক্ষার্থীর মধ্যে অনুস্থিত রয়েছে ৪ জন। বাউসী অর্দ্ধচন্দ্র কেন্দ্রে ৩৫৪ পরীক্ষার্থী মধ্যে অনুপস্থিত রয়েছে ৫ জন, এ.কে. খান দাখিল মাদরাসা কেন্দ্রে ২৪৫ পরীক্ষার্থী মধ্যে অনুপস্থিত রয়েছে ৬ জন।
কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, সারা দেশে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বারহাট্টা উপজেলায় সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠভাবে পরীক্ষা শুরু হয়েছে। যদি কোন শিক্ষার্থী দ্বারা পরীক্ষায় অসৎ উদ্দেশ্যের প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।