বারহাট্টায় এস.এস.সি কেন্দ্র পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় বৃহস্পতিবার যথাসময়ে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার ৫টি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম খান জানান, বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫২২ জন, উপস্থিত পরীক্ষার্থী ৫১৯ জন, অনুপস্থিত পরীক্ষার্থী ৩ জন, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যূ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৭২ জন, উপস্থিত পরীক্ষার্থী ৪৭০ জন, অনুপস্থিত পরীক্ষার্থী ২জন, বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮৫ জন, উপস্থিত পরীক্ষার্থী ২৮১ জন, অনুপস্থিত পরীক্ষার্থী ৪ জন, রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যূ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৭৬ জন, উপস্থিত পরীক্ষার্থী ১৭৬ জন, অনুপস্থিত পরীক্ষার্থী নেই।

বারহাট্টা এ.কে খান দাখিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২০২ জন, উপস্থিত পরীক্ষার্থী ১৯৬ জন, অনুপস্থিত পরীক্ষার্থী ৬ জন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির কেন্দ্র পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে একাডেমিক সুপারভাইজার শর্মীন আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান উপস্থিত ছিলেন।