বারহাট্টায় কিডনি রোগের চিকিৎসা না পেয়ে বিষপানে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশিত: ৫:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
ছবিঃ প্রতিকি

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় কিডনি রোগের চিকিৎসা না পেয়ে পরিবারের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন রাজিয়া আক্তার নামে এক বৃদ্ধা।

নিহত রাজিয়া আক্তার (৭০) উপজেলার সাহতা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজিয়া আক্তার কিডনি রোগে আক্রান্ত ছিলেন। নিয়মিত চিকিৎসা না করায় এটি মারাত্মক আকার ধারণ করে। কিডনি রোগের চিকিৎসার বিষয়ে প্রায়ই নিহতের সাথে পরিবারের লোকদের মনোমালিন্য হত। পরিবারটি আর্থিক স্বচ্ছল না থাকার কারণে বৃদ্ধার ব্যয়-বহুল কিডনি রোগের চিকিৎসাও করাতে পারছিল না।

এ কারণে রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি বিষপান করেন। বিষপানের বিষয়টি পরিবারের লোকজন জেনে আর্তচিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর অসুস্থ রাজিয়া আক্তারকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই দিনে চিকিৎসারত অবস্থায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা জানান, এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।