বারহাট্টায় কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অভিভাবক সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান খানের সভাপতিত্ব ও সিনিয়র শিক্ষক শেরেকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান চঞ্চল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাসুদুল হাসান মাসুদ, কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক আলী আকবর, সিনিয়র শিক্ষক জাকারিয়া, আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্র অভিভাবক এবায়দুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ। এছাড়া অন্যান্য ছাত্র অভিভাবকসহ সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।