লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টায় ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের সামনে কৃষকদের মাঝে এসব প্রনোদনা বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উচ্ছ্বাল পাল প্রমুখ।
এছাড়াও সুবিধাভোগী কৃষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ- ২ মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে প্রতি কৃষকের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ১২শ কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত