বারহাট্টায় কৃষক প্রশিক্ষণ ও ফসল কর্তন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও ফসল কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ফলিত গবেষনা বিভাগের উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সদর ইউনিয়নের বরুহাটী গ্রামের এ যৌথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসানের সভাপতিত্ব ও ফলিত গবেষনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার খালিদ আহমেদের সঞ্চালনায় ফসল কর্তন ও কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ফলিত গবেষনা বিভাগ (ব্রি) প্রধান চীফ সাইন্টিফিক অফিসার ড. মোঃ হুমায়ুন কবীর।

কৃষক প্রশিক্ষণে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগ (ব্রি) চীফ সাইন্টিফিক অফিসার ড. আমিনুল ইসলাম, ফলিত গবেষনা বিভাগ সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. আফরোজ জাহান, উপ-সহকারী কৃষি অফিসার মোজাম্মেল হক মিঠু, বরুহাটি গ্রামের কৃষক মাহমুদুল হাসান রাকিব প্রমুখ।

কৃষক প্রশিক্ষণে বরুহাটী-ইস্পিঞ্জারপুর ব্লকের ৫০ জন কৃষক-কৃষানী অংশ গ্রহণ করেন।