বারহাট্টায় গৃহ হস্তান্তরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

২২ হাজার ২০১টি পরিবারের মাঝে জমি এবং ঘরের চাবি হস্তান্তর করেন

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৩
ছবি-নেজা

লতিবুর রহমান খানঃ
বুধবার সকালে গনভবন এলাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ের ২য় ধাপে দেশের আরও ২২ হাজার ২০১টি পরিবারের মাঝে জমি এবং ঘরের চাবি হস্তান্তর করেন।

সেই সাথে সারাদেশে আরোও ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষ্যে বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সে উপজেলা নির্বাহী এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাফিকুজ্জামান।

অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা শিহাব উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল ইসলাম খান অপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মাদ বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লাসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।