লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় গোয়াল ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গোয়াল ঘরে থাকা ভুক্তভোগী দুই কৃষক বড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহেল মিয়া ও শাহীন মিয়া ১০টি গরু আগুনে দগ্ধ হয়। ১০টি গরুর মধ্যে ৭টি গরু মারা যায়।
শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার বড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুই ভাইয়ের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ী গ্রামে আপন দুই ভাই সোহেল মিয়া ও শাহীন মিয়া গোয়াল ঘরে দীর্ঘ দিন ধরে গরু পালন করে আসছিলেন। প্রতি দিনের ন্যায় গরু পরিচর্যা করে বসত ঘরে এসে রাতে ঘুমিয়ে পড়েন। ঘটিনার দিন রাত ৩টার সময় গোয়াল ঘরে আগুন লাগলে গরু গুলোর চিৎকারে বাড়ীর লোকজন জাগ্রত হয়। বাড়ীর লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ের এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১০টি গরু আগুনে দগ্ধ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান জানান, বড়ী গ্রামে আপন দুই ভাইয়ের গোয়াল ঘরে আগুনে পুড়ে ১০টি গরু দগ্ধ হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভোক্তভোগীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবেন বলে তিনি ভোক্তভোগী পরিবার গুলোকে আশ্বস্থ করেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত