বারহাট্টায় চাচা কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষনের চেষ্টা

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণা বারহাট্টা উপজেলায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার ওপর।

সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার সাহতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষনকারীর নাম হাসেম মিয়া। হাসেম মিয়া সাহতা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। হাসেম মিয়া ভুক্তভোগী শিশুর বাবার চাচাতো ভাই।

শিশুর ভাই জানান, ঘটনার দিন মজা খাওয়ানোর কথা বলে তার চাচা শিশু কন্যাটিকে গোয়াল ঘরে নিয়ে যায়। হাসেম মিয়ার কথামত গোয়াল ঘরে গেলে ধর্ষন করার চেষ্টা চালায়। এ সময় হাসেম মিয়ার গোয়াল ঘরে থাকা একটি ষাড় গরুর গর্জনে অন্যরা এগিয়ে এলে ধর্ষক ছটকে যায়।

ধর্ষকের স্ত্রী সাবিকুন্নাহার জানান, আমার স্বামী হাসেম মিয়া ছোট বাচ্চাদেরকে আদর স্নেহ করে। পূর্ব শত্রুতার জেরে আমার স্বামীকে ফাসানোর জন্য তারা পায়তারা করছে।

বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান জানান, পরিবারের পক্ষ থেকে ধর্ষনের চেষ্টার কথা শুনেছি। ভূক্তভোগী পরিবারটি থানায় এসেছিল। আইডি কার্ড আনার জন্যে বাহিরে গেছে। এখন পর্যন্ত আমি অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।