লতিবুর রহমান খানঃ
“বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প” এর আওতায় তালিকাভ‚ক্ত পাট চাষীদের মধ্যে বিনা মূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তালিকা ভূক্ত পাট চাষীদের মাঝে এ পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, কৃষি অফিসার রাকিবুল হাসান, পাট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কলমাকান্দা উপজেলার পাট কর্মকর্তা দিবাক মোলিক মুনা, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুল হক, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক পাট চাষীকে ১ কেজি তোষা পাট বীজ, ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি ৩ কেজি করে বিতরণ করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত