বারহাট্টায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা ছাত্রদল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শত শত ছাত্রদলকর্মীর নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, জেলা স্বেচ্ছাসেক দলের সভাপতি সোলেমান হাসান রুবেল, ছাত্রদলের ১নং সদস্য বেলাল হোসেন বিল্লাল।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক আউয়াল, নাইম খান, ঝিনুক, জাকিরুল, জনি, শামীম, সাইমুন আরেফিন অঙ্গন, আল আমিন, নাজমুল, বায়জিদ, আকাশ, সদস্য ফাহাদ, শাহিন, সাগর, ইমন, সম্রাটসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।