বারহাট্টায় জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সভা
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সমাজ পরিবর্তনে শিক্ষার্থী ২০২৩ সারাদেশ ব্যাপী প্রচারাভিযান সামাজিক প্রতিরোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ডুয়া সামাজিক কার্যক্রম ২০২৩ এর টিম লিডার সাফায়েত আহম্মেদের সভাপতি ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
অন্যদের মধ্যে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অজিত কুমার সজল, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীরমুক্তিযোদ্ধা নূর উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমরান হাসান সাকিব, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক গাজী রতন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হাদিস ফকির প্রমুখ।