বারহাট্টায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

লতিবুর রহমান খানঃ
“দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মহড়া আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন,ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও লিডার বিপুল কুমার ঘোষ,বারহাট্টা সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।