বারহাট্টায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণা বারহাট্টায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক ।

এ সময় অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ ফয়জুর রহমান, কৃষি অফিসার রাকিবুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার তানভীর আহমাদ, প্রাণি সম্পদ অফিসার ডাঃ শিহাব উদ্দিন, পরিসংখ্যান অফিসার মুমিনুন্নেছা শিউলী, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, বারহাট্টা থানার এস.আই. সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।