বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
লতিবুর রহমান খানঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তি, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন।
পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছ্বাল পালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার মিষ্টি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের প্রমুখ।
এছাড়া মৎস্য চাষী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।