লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ।
শুক্রবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্ব ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।
অন্যদের মধ্যে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ শিহাব উদ্দিন, বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত