বারহাট্টায় জাতীয় যুব দিবস পালিত
লতিবুর রহমান খানঃ
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালী, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারীর প্রতি সংহিংসতা প্রতিরোধে যুবদের ভ‚মিকা ও অসাম্প্রদায়িক সম্প্রীতি এবং যুবদের আত্মকর্মসংস্থানে উদ্ভুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা, যুব ঋনের চেক ও প্রশিক্ষনের সনদপত্র বিতরণ।
বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।