বারহাট্টায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

লতিবুর রহমান খান :
নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যে দিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা, মোনাজাত, প্রার্থনা ও পুরস্কার বিতরণ।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুল, সাবেক বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন প্রমুখ।