বারহাট্টায় জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

লতিবুর রহমান খানঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় বিনা মূল্যে চিকিৎসা (ফ্রি মেডিকেল ক্যাম্প) সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এতে বিনা মূল্যে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও পিজিওথেরাপিসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হয়।

সোমবার সকালে বারহাট্টা আশা অফিসের স্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। চলে দিনব্যাপী। এতে দুইশত রোগীকে বিনা মূল্যে সেবা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, বারহাট্টা আশা অফিসের ব্রা ম্যানেজার আলতাবুর রহমান, শাহজাহান মিয়া, আশা বারহাট্টা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ প্রদীপ দেবনাথ প্রমুখ।

এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।