বারহাট্টায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

লতিবুর রহমান খানঃ
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালি ও আলোচনান সভা।

শনিবার উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে সহকারি কমিশনার (ভূমি) ফয়জুর রহমানের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

অন্যদের মধ্যে সমবায় অফিসার আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, সাবেক অবসর প্রাপ্ত ডি.এ.ডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, সাংবাদিক লতিবুর রহমান খান, রায়মাধব মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মজলিশ উদ্দিন, সোনাউল্লারচর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উন্নয়ন কর্মী শাহ আল, সাহতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন ।