বারহাট্টায় ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪
প্রতিকি ছবি

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় নাহিদা আক্তার (১৯) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে আসমা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শহিদ মিয়ার বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়। নাহিদা আক্তার শ্রীরামপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে । বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদা আক্তার অসুস্থতা জনিত কারণে ঘটনার দুই দিন আগে বারহাট্টা হাসপাতালে ভর্তি হয়। ঘটনার আগে শনিবার দিনে হাসপাতাল হইতে ছুটি নিয়ে তার বাপের বাড়ী শ্রীরামপুর যায়। পরে তার দাদী সখিনা আক্তারের ঘরে ঘুমানো কথা বলে ঢুকে। পরে দীর্ঘ সময় তার কোন সারা না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকতে শুরু করেন। সে ডাকে সারা না দেওয়ার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখতে পান।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল হইতে তার লাশ উদ্ধার করে বারহাট্টায় থানা নিয়ে আসা হয়। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান জানান, নাহিদা আক্তারের মৃুত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। রোববার লাশ ময়না তদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।