বারহাট্টায় টিসিবি’র ১৪৮ বস্তা চাল জব্দ
লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় কালোবাজারে বিক্রয় করে দেওয়ার অভিযোগে টিসিবি’র ১৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পার্শ্ববর্তী চিরাম ইউনিয়নের বামনগাঁও গ্রামের সমুজ মিয়ার বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান ও থানার এসআই হারুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। জব্দ চাল থানার গোদামে সংরক্ষিত রাখা হয়েছে। ইউএনও ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, টিসিবি’র কার্ডধারীদের মাঝে সরকার ভর্তূকীমূল্যে চাল, ডাল ও সয়াবিন তেল বিক্রয় করে আসছে। মঙ্গলবার চিরাম ইউনিয়নের কার্ডধারীদের ডাল ও সয়াবিন তেল দিয়ে তাদের প্রাপ্য ৩০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রয় করে দেওয়া হয়। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন।
এ সময় পরিষদের কার্যালয়ে ইনটেক ৩৪ বস্তা ও সমুজ মিয়ার বাড়ি থেকে লুজ ১১৪ বস্তায় প্রায় ৪ মেট্রিকটন চাল জব্দ করা হয়। বুধবার বিকাল দুইটায় এই প্রতিবেদন লিখা পর্যন্ত মামলা হয় নাই।
এই ঘটনায় চিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) কেউ কেউ জড়িত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে। ইউপি চেয়ারম্যান মো : সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, জব্দ চালের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।