বারহাট্টায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত, আরোহী আহত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় মালবাহী দাঁড়ানো ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে অসিম সরকার (১৮) নামের এক মোটর সাইকেল চালক নিহত ও তার সাথে থাকা আরোহী রেহান মিয়া গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বারহাট্টা উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মেইন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অসিম গড়মা গ্রামের সুবল সরকারের ছেলে। আহত রেহান মিয়া আসমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা ট্রাকের সাথে সংঘর্ষে অসিমের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বারহাট্টা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল যোগে অসিম তার দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিল। পরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মেইন রাস্তায় দাঁড়ানো ট্রাকের সাথে তার দ্রুতগামী মোটর সাইকেলের সংঘর্ষ হলে মোটর সাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে বারহাট্টা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অসিমকে মৃত ঘোষনা করেন। তার সাথে থাকা মোটর সাইকেল আরোহী আহত রেহান মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।