বারহাট্টায় তারুণ্যের উৎসবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

লতিবুর রহমান খানঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় তারুণ্যের উৎসবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের নির্দেশনায় তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা পরিষদের সম্মুখ হইতে উপজেলার বিভিন্ন অলি গলিতে দীর্ঘ দিনের জমাকৃত ময়লা আবর্জনার স্তুপ ও পুকুরের পানিতে ভাসমান কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশন লিডার বিপুল কুমার ঘোষ, প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন খান, সাহতা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুল ইসলাম নুরুজ্জামান, বিএনপি নেতা সোহেল, রঞ্জু, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আরেফিন অঙ্গন এবং স্থানীয় গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।