বারহাট্টায় তারুণ্য উৎসব উদযাপিত
লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্য উৎসব উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বেলুন উড়ানো, যুব ও উদ্যোক্তা সমাবেশ।
সোমবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী তালুকদার, বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সাহতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শেখ আতিকুল ইসলাম নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।