বারহাট্টায় থানার নবাগত ওসি মোঃ রফিকুল ইসলাম
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ রফিকুল ইসলাম। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ওসি খোকন কুমার সাহার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করার আগে তিনি মোহনগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি ) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম শিক্ষা জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাউলজানী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
অনুষ্ঠিত এ পালাবদল অনুষ্ঠানে নবাগত ওসি মোঃ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ এবং বিদায়ী ওসি খোকন কুমার সাহাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় বারহাট্টা থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।