বারহাট্টায় দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টায় দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১:৩০ ঘটিকার সময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বারহাট্টা পাবলিক লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কবি মনোয়ার সুলতালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন, লতিবুর রহমান খান, সদস্য মন্টি রাণী সরকার, শিল্পী রাণী দাস, মোজাক্কেরুর রহমান, স্বপন কুমার দাস, নাজমুল হক প্রমুখ।

দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি লক্ষেই এ সভা অনুষ্ঠিত হয়।