বারহাট্টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও বার্তা প্রেরণ সীট প্রদান
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও বার্তা প্রেরণ সীট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে উপজেলা কৃষি অফিসের হলরুমের নির্বাচনী কন্ট্রোল রুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও বার্তা প্রেরণ সীট প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফারজানা আক্তার ববি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেমের হাতে তুলে দেন। এ সময় সহকারি কমিশনার (ভ‚মি) ফয়জুর রহমান, কৃষি অফিসার রাকিবুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার তানবীর আহমাদ, বারহাট্টা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার শিহাব উদ্দিন, নির্বাচন অফিসার সঞ্জিত কুমার সরকার, সমাজসেবা অফিসার গোলাম হোসেন রুবেল, বারহাট্টা থানার এস.আই. প্রশান্ত কুমার ছায়েম, নির্বাচন অফিসের বিমল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ২৩২২৫টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বি.এন.এম. নোঙ্গর প্রতীকে ভোট পেয়েছেন ৮২টি, জাতীয় পার্টির মোছাঃ রহিমা আক্তার (আসমা সুলতানা) লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ২৮৮টি, বাংলাদেশ কংগ্রেস পার্টির মোঃ আজহারুল ইসলাম খান ডাব প্রতীকে ভোট পেয়েছেন ৮২টি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোঃ আশরাফ আলী খসরু নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৪৪৩৪টি, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোঃ ইলিয়াস মিনার প্রতীকে ভোট পেয়েছেন ৯৫১টি, স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৩১৯টি।